আমরা এবং...
নমস্কার বন্ধু এবং সহযোদ্ধাগণ। আমরা বালার্ক।
কলকাতার উপকণ্ঠে বেলঘরিয়া এলাকায় আমাদের জন্ম ২০১২ সালের ২৯শে মার্চ। হ্যাঁ,তারিখটা চেনা লাগার কারণটা আপনি ঠিকই ভেবেছেন। ওইদিনই উৎপল দত্ত মহাশয়ও জন্ম গ্রহণ করেন। তবে আমরা কিন্তু অতশত ভাবিনি,হ্যাঁ এটা মাথায় ছিল ওইদিন বাংলা তথা ভারতীয় রঙ্গমঞ্চের এক প্রাণপুরুষ আমাদের শেখাতে এসেছিলেন আর দেখুন কি সৌভাগ্যক্রমে তার কথা বলার ভাষা ছিল আমার আপনার বাংলা ভাষা। হ্যাঁ যা বলছিলাম,আমরা কয়েকজন মিলে ওইদিন বসেছিলাম নাট্যসংক্রান্ত গল্প আড্ডায় মেতে থাকতে, আর সবাই ছিলাম ক্ষুধিত,যে খিদে আড্ডার চপ মুড়ি শিঙাড়া চায়ে মেটে না,সেটা ছিল কিছু বলার আর করে দেখানোর খিদে। তাই হয়ত কথা বলা মুহূর্তগুলোর থেকেও না বলা মুহূর্তগুলো বেশি শক্তিশালী। তাই,হয়ত অনেক তর্ক আর কথার পর খেই হারিয়ে যেই ভাবতে শুরু করেছি আমরা আর পরক্ষনে তাকিয়েছি একে অপরের দিকে আর বুঝে গেছি কিছু করা দরকার। তারপর আর কি... তৈরি করে ফেললাম বালার্ক। ব্যস আর কি, এভাবেই পথ চলা শুরু।
আমরা মূলত প্রসেনিয়াম থিয়েটার করি, তবে সমাজ আর দায়বদ্ধতার দাবীতে আমরা পথনাটিকা করেছি আর ভবিষ্যতে করবোও। আমাদের পাশে আপনাদের পেয়েছি যেভাবে একটা 'অনেক কিছু করার স্বপ্ন দেখা শিশু' তার অভিভাবককে পায়, একটা 'বদলে দিতে চাওয়া যুবক' তার বন্ধুকে পায়, একজন 'দৃঢ়চেতা নাগরিক' তার দৃঢ় চিত্তটাকে পায়। আমাদের প্রথম কাজের স্বীকৃতি আই.এস.আই(INDIAN STATISTICAL INSTITUTE) থেকে,তাই অনেক ধন্যবাদ তাদেরকে। আর ধন্যবাদ সমস্ত নাট্যপ্রেমী দর্শককে।
ধন্যবাদ